ডেস্ক রিপোর্ট
রবিবার (১৯ অক্টোবর) রাতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এ ঘটনায় কাউছার (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত কাউছার মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের পুত্র। তিনি উত্তর শশীদল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউছারকে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে গাঁজাসহ আটক করা হয়। পরে ওই বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply