
গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় ১৩ বছরের কিশোরী আশামণি ধর্ষণের অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নামাজের পর, স্থানীয় মুসল্লিরা এবং এলাকাবাসী নিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মৌচাক এলাকায় একটি সংক্ষিপ্ত র্যালি বের করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। সমাবেশ থেকে বক্তারা ধর্ষণের ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় এ ধরনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার প্রবণতা হ্রাস পায়।"
