আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া ইমাম মাওলানা মহিব্বুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ওয়ার্ড নং–৪৭, টি.এন্ড.টি বাজার সংলগ্ন এলাকার ইমাম মাওলানা মহিব্বুল্লাহ গত ২২ অক্টোবর সকালে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকেই পরিবারের সদস্য ও এলাকাবাসী উদ্বেগে ছিলেন।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে জুমার নামাজের খুতবায় তিনি হিন্দুত্ববাদী একটি সংগঠনের দেশবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড নিয়ে মুসল্লিদের সতর্ক করেন। সেই ঘটনার পর থেকে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষ থেকে তাঁকে একাধিকবার হুমকি ও হামলার চেষ্টা করা হয়। এমনকি গত ২১ অক্টোবর তাঁকে গুম ও হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়।
পরদিন (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর, আজ ২৩ অক্টোবর সকালে পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় লোহার শিকল দিয়ে বাঁধা ও অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা।
বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার আত্মীয় স্বজনকে অবগত করা হয়েছে, তারা গাজীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা করেছেন।
এদিকে, মাওলানা মহিব্বুল্লাহর পরিবার ও অনুসারীরা তাঁর নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply