1. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  2. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

ছাত্রদল কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের দাবীতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিলঃ

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১ টাইম ভিউ

ঢাকা প্রতিনিধি

আজ রবিবার নয়াপল্টনে ছাত্রদল কেন্দ্রীয় কমিট পূর্ণাঙ্গের দাবীতে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত পদপ্রত্যাশী ছাত্রদলের শতাধিক নেতা কর্মীরা। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ এর ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছির কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘঠন করে দলটি। পরবর্তীতে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারীর অনেককেই কমিটির বাহিরে রেখেই কমিটি প্রকাশ করে। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই দেড় বছরে করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে সাবেক নেতা কর্মীরা জানান ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের কে দল থেকে দূরে ঠেলে রেখেছে। তারা জানান আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্নতায় ভুগছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলা মামলার স্বীকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী বক্তব্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।কমিটি পূর্ণাঙ্গের দাবী তুলে জানান- যদি নির্ধারিত সময়ের ভিতর পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যার্থ হয় মঙ্গলবার তারা কাফন মিছিল ও অনশণের ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost