1. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  2. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ টাইম ভিউ

রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের একজন দছির উদ্দিন, পূর্বে একটি মাদক মামলায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ শুক্রবার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকা মিয়া, দছির উদ্দিন ও সোনা মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে তাদের বিরুদ্ধে মডেল থানায় থানায় লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা মো. জামাল বাদশা (২৩) লিখিত অভিযোগ করেন, অভিযোগে হয়। 

গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন।

অভিযোগে আরও বলা হয়, জামাল বাদশার কাছেও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে টাকা না দেওয়ায় স্থানীয় যুবকদের ফুসলিয়ে দিয়ে তার তার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করে অপপ্রচার চালানো হয়।।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দছির উদ্দিন ৩৪ বছরের সাজা পাওয়া মাদক মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন। 

স্থানীয়দের অভিযোগ, তিনি এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি পুলিশের হাতে জব্দ হওয়া ৮০ বোতল ফেনসিডিলের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অনেকেই দাবি করেছেন।

এলাকাবাসীর ভাষ্য, এই চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করছে। এমনকি চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তও তারা মানে না। ‘বিচারের নামে’ সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদী  জানান, দছির ও সোনা মিয়াসহ আমার ইউনিয়নের সকল মাদক ব্যবসায়ীদের  বিরুদ্ধে এর আগে আমি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি এসব লিখিত অভিযোগ দেওয়ায় উল্টো তারা আমাকেই মিথ্যা মামলার হুমকি দিয়েছেন। 

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-এমরাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। তবে এদের মাঝে একজন দছির উদ্দিন নামে গ্রেপ্তারি পরোয়ানো ভুক্ত আসামি আছেন। তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে আজ শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে । 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost