সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক রাতের আঁধারে একটি কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
খোকন সরকার জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পান। তাদের সন্দেহ হওয়ায় তারা কবরস্থানের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পান যে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটির সদস্যদের জানান। কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোট ১৬টি কবর খোঁড়া হয়েছে এবং সেগুলোর কোনোটিতেই কঙ্কাল নেই।কঙ্কাল চুরির এই ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেছেন। তিনি জানান, চুরি হওয়া কঙ্কালগুলো এমন কবর থেকে নেওয়া হয়েছে যেখানে এক থেকে দেড় বছর আগে মরদেহ দাফন করা হয়েছিল। চোরেরা কঙ্কাল নিয়ে গেলেও ঘটনাস্থলে ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্র ফেলে রেখে গেছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply