1. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  2. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির সময় অভিযান চালিয়ে ৩৬০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৩ টাইম ভিউ

পাটগ্রাম প্রতিনিধি

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাইপাস মোড়ে করিম ট্রেডার্সের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা করেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ও মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক আহম্মেদ লালমনিরহাটের মহেন্দ্রনগর সরকারি গোডাউন থেকে ইউরিয়া, ডিএপি ও পটাশ সারসহ প্রায় ৭০০ বস্তা সার ট্রাকে করে আনেন। পরে বাইপাস মোড়ে আনলোড করে বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতাদের কাছে ভ্যানযোগে বিক্রি করতে থাকেন।

বিষয়টি টের পেয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৬০ বস্তা সার জব্দ করা হয়।

পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘করিম ট্রেডার্সের সামনে সারের ট্রাক খালাস ও খুচরা বিক্রির খবর পেয়ে আমরা ইউএনওকে জানাই। পরে প্রশাসন এসে কোনো বৈধতা না পেয়ে সার জব্দ ও জরিমানা করে। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পান—এটাই আমাদের দাবি।’

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘অবৈধভাবে সার এনে মজুদ ও খুচরা বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ডিলার ফারুক আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।’

তিনি আরও বলেন, ‘সারের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost