1. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  2. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য-

  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩ টাইম ভিউ

        মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য। তাই মা ও শিশুদের জন্য নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। 

তিনি আজ সিলেটের খাদিমনগরস্থ ব্রাক লার্নিং সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দি মাদার এন্ড চাইল্ড (SIMCBP)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবী যারা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তাদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

        গর্ভাবস্থায় মায়েদের সেবার গুরুত্ব সম্পর্কে সিনিয়র সচিব বলেন, মাতৃগর্ভ থেকেই শিশুর বিকাশ শুরু হয় এবং এসময়ে মায়ের শারীরিক সুস্থতা গর্ভে থাকাকালীন শিশুর মস্তিষ্কের বিকাশকে সরাসরি প্রভাবিত করে। তাই গর্ভকালীন ও গর্ভ পরবর্তী সময়ে মায়েদের খাবার থেকে শুরু করে পর্যাপ্ত বিশ্রামসহ যথাযথ সাপোর্ট ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপসহ সকল সহযোগিতা দিতে হবে।

        প্রশিক্ষণে অংশগ্রহণকারী রিসোর্স পারসনদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন পেশাজীবীর দৃষ্টিভঙ্গি ভিন্ন। কিন্তু সকলের দৃষ্টিভঙ্গি মিলেই কোন মহৎ উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। প্রতিটি মা, পরিবারের প্রতিটি সদস্য যেন এ প্রশিক্ষণের সুফল লাভ করেন সেজন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি। 

        এছাড়া সিনিয়র সচিব এদিন খাদিমনগরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন ইনস্টিটিউটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণেরও উদ্বোধন করেন। এরপর তিনি সিলেট সদরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম এবং শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন। 

বিকেলে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মহিলা সহায়তা কর্মসূচির বিভাগীয় ও উপপরিচালকের কার্যালয় পরিদর্শন এবং জেলা ও উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost